Ami kaar ke aamar Lyrics (আমি কার কে আমার) | Subhamita Banerjee
Song Name | Ami kaar ke aamar(আমি কার কে আমার) |
Singer(s) | Subhamita Banerjee |
Lyricist(s) | Sabri Saberin |
Ami kaar ke aamar(আমি কার কে আমার) | Subhamita Banerjee Lyrics
আমি কার কে আমার কি যে তার আমি হই
কানামাছি কাছাকাছি দূরে-দূরে আমি রই
প্রেমহীন সঙসার আহা সোনামুখী সুঁই
জীবনের আবরণে মরণ কে আমি ছুঁই
কত সুখে আছি বেঁচে বিধাতা কী জানে
গৃহ আছে দাহ আছে শীতল শয়ানে
অবহেলায় পড়েছে ঝরে টবে ফোটা জুঁই
জীবনের আবরণে মরণ কে আমি ছুঁই
এক বুক অভিমান বিধাতার কাছে
টলোমলো দুই চোখ জলে ভরে আছে
কে যে কার কেউ তার জানিনা কিছুই
জীবনের আবরণে মরণ কে আমি ছুঁই
YouTube Video