O akash samne theke ektu sore daraw Lyrics (ও আকাশ সামনে থেকে একটু সরে দাঁড়াও) | Anweshaa Duttagupta
Song Name | O akash samne theke ektu sore daraw (ও আকাশ সামনে থেকে একটু সরে দাঁড়াও) |
Singer(s) | Anweshaa Duttagupta |
Lyricist(s) | Sabri Saberin |
O akash samne theke ektu sore daraw (ও আকাশ সামনে থেকে একটু সরে দাঁড়াও) | Anweshaa Duttagupta Lyrics
ও আকাশ সামনে থেকে
একটু সরে দাঁড়াও
কতোদিন দেখিনা মাকে
একটু দেখতে দাও...
বাবা বলে মা লুকিয়ে আছে
হাজার তারার ভীড়ে,
কাঁদলে নাকি আসবে না আর
আমার কাছে ফিরে,
তাই তো আমি
কাঁদি না আর
কান্না এলে তাও,
ও আকাশ সামনে থেকে
একটু সরে দাঁড়াও...
ঘুমালে পরে
মা নাকি শিয়রে
আসবে চুপিসারে,
রঙীন জামা,
খেলার পুতুল,
মেঘের ভেলায় চড়ে,
তাহলে কেন যে
ঘুম ভাঙা ভোরে
মাকে না ফিরিয়ে দাও,
ও আকাশ সামনে থেকে
একটু সরে দাঁড়াও,
কতোদিন দেখিনা মা কে, একটু দেখতে দাও...
YouTube Video