Aaye Na Kache Re Lyrics - Nakash Aziz

Singer | Nakash Aziz |
Song Writer | Pratik Kundu |
মনটা শুধু তোর পিছু পিছু যায়
আজকে তোকে খুব কাছাকাছি চায়,
চোখের নজরে নেশা নেশা হায়
মিষ্টি এ লুক করে পাগল আমায়।
আয় না কাছে রে, আয় না কাছে
তোকে রানী করে রেখে দেবো
বুকেরই মাঝে।।
বল কেন দূরে দূরে
এমন আদরে রাখবেনা রে কেউ,
মন বায়না ধরেছে
বলে দে বাড়িতে বানাবো তোকে বউ।
আয় না কাছে রে, আয় না কাছে
তোকে রানী করে রেখে দেবো
বুকেরই মাঝে।।
যেই এলি চুপিসারে
সুখের শহরে মনটা থেকে যায় যায় হায়,
প্লিজ যাস না হারিয়ে
তোকেই জড়িয়ে কাটছে রে সময়।
আয় না কাছে রে, আয় না কাছে
তোকে রানী করে রেখে দেবো,
হ্যাঁ আয় না কাছে রে
তোকে রানী করে রেখে দেবো
বুকেরই মাঝে।।