Aaynate - Anupam Roy Lyrics

Singer | Anupam Roy |
Music | Jeet Gannguli |
Song Writer | Prosen And Avijit Sen |
আয়নাতে,
আমি নিজেকে এখনো আঠেরো উনিশ ভাবি,
বায়নাতে,
আমার লুকোনো পুরোনো হারানো মনের চাবি।
আয়নাতে,
আমি নিজেকে এখনো আঠেরো উনিশ ভাবি,
বায়নাতে,
আমার লুকোনো পুরোনো হারানো মনের চাবি।
বদলে দে, বদলে দে তুই আমায় যেমন তেমন
স্বাধীন হবো তোরই সাথে,
বদলে নে, বদলে নে তুই আমায় নিজের মতন
বাঁধন হারা তোরই সাথে।
আয়নাতে,
আমি নিজেকে এখনো আঠেরো উনিশ ভাবি,
ও বায়নাতে,
আমার লুকোনো পুরোনো হারানো মনের চাবি।
কাছে দূরেতে থাক, তাও আমাকে রাখ
আমার চাওয়া শুধু এই,
কালকে কি হবে তা, আমরা কেউ জানি না
আজ বাঁচি মন ভরিয়েই।
বদলে দে, বদলে দে তুই আমায় যেমন তেমন
স্বাধীন হবো তোরই সাথে,
বদলে নে, বদলে নে তুই আমায় নিজের মতন
বাঁধন হারা তোরই সাথে।
আয়নাতে,
আমি নিজেকে এখনো আঠেরো উনিশ ভাবি,
বায়নাতে,
আমার লুকোনো পুরোনো হারানো মনের চাবি।