Type Here to Get Search Results !

Kabe Dekha Pabo Tor Lyrics (কবে দেখা পাবো তোর) Shovan | Tumi Ashbe Bole

Kabe Dekha Pabo Tor - Shovan Ganguly Lyrics

Singer Shovan Ganguly
Music Jeet Gannguli
Song Writer Priyo Chattopadhyay

কত পথ হলে পার
এই মন পাখিটার
রোদ লাগবে ভেজা ডানাতে,
কবে দেখা পাবো তোর
নেই কোন উওর
কিছু প্রশ্ন যে চাই জানাতে,
কেন ভাঙলি এ মন?
ভাবি কি যে কারন
আমি পারবো কি তোকে মানাতে ..

ব্যথাই যখন জীবন জুড়ে
কি আর পাবো হৃদয় খুঁড়ে,
এ মন তবু ঘুরে ফিরে
ব্যথাই শুধু খুঁজে ফেরে,
কত পথ হলে পার
এই মন পাখিটার
রোদ লাগবে ভেজা ডানাতে।।

কিছু কথা থেকে যায়
ব্যথা দাগ রেখে যায়
অবুজ মনেরই কিনারায়,
কিছু পথ সরে যায়
না চেয়েও দূরে যায়
হারায় ভুলেরি ঠিকানায়।
মুছে নাও অভিমান,
ডেকে যায় পিছুটান
আমি পারবো কি তোকে জানাতে ..

ব্যথাই যখন জীবন জুড়ে
কি আর পাবো হৃদয় খুঁড়ে,
এ মন তবু ঘুরে ফিরে
ব্যথাই শুধু খুঁজে ফেরে,
কত পথ হলে পার
এই মন পাখিটার
রোদ লাগবে ভেজা ডানাতে।।



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Area