Type Here to Get Search Results !

Mon Anmone Lyrics (মন আনমনে) Ankush | Oindrila | Magic Movie Song

Mon Anmone - Santanu Dey Sarkar & Antara Mitra Lyrics

Singer Santanu Dey Sarkar & Antara Mitra
Music Dabbu
Song Writer Rajiv Dutta

ডেকেছে তোকে মন আনমনে
লেগেছে চোখে ঘোর গোপনে,
মুঠো চিঠি তোরই নামে
উড়িয়েছি আরামে,
পড়ে নে তুই শুধুই
সে কথার ইশারা।

এই ঘোর আমার তোর কিনারায়
রাত ভোর কাটায় এ ভালোবাসায়।

এলো নেমে আড়ালে ধীরে তোর কাহিনী
ভালোলাগে ছোঁয়াচে সে আছে
আমার দিন কী রঙিন।

তোকে ভেবে কত না আলো হাত বাড়ালো
তাকালি যেই, আদরে আলাপে
আমার ঘুম পাড়ালো।

এগিয়ে দে, ধরা পড়ি
হাসিরা তোর বাহারই,
আমিও খুব জানি কেন এই পাহারা।

এই ঘোর আমার তোর কিনারায়
রাত ভোর কাটায় এ ভালোবাসায়।



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Area