Mon Anmone - Santanu Dey Sarkar & Antara Mitra Lyrics

Singer | Santanu Dey Sarkar & Antara Mitra |
Music | Dabbu |
Song Writer | Rajiv Dutta |
ডেকেছে তোকে মন আনমনে
লেগেছে চোখে ঘোর গোপনে,
মুঠো চিঠি তোরই নামে
উড়িয়েছি আরামে,
পড়ে নে তুই শুধুই
সে কথার ইশারা।
এই ঘোর আমার তোর কিনারায়
রাত ভোর কাটায় এ ভালোবাসায়।
এলো নেমে আড়ালে ধীরে তোর কাহিনী
ভালোলাগে ছোঁয়াচে সে আছে
আমার দিন কী রঙিন।
তোকে ভেবে কত না আলো হাত বাড়ালো
তাকালি যেই, আদরে আলাপে
আমার ঘুম পাড়ালো।
এগিয়ে দে, ধরা পড়ি
হাসিরা তোর বাহারই,
আমিও খুব জানি কেন এই পাহারা।
এই ঘোর আমার তোর কিনারায়
রাত ভোর কাটায় এ ভালোবাসায়।