Kachhe Thako Lyrics (কাছে থাকো) - Papon, Shreya Ghoshal

Singer | Papon, Shreya Ghoshal |
Song Writer | Anindya Chattopadhyay |
আজ আবার ভেসেছে জাহাজ
মায়াবী দেশ,
আজ আবার করেছি অকাজ
আদর অভ্যেস।
এক থেকে দুই, দুই থেকে তিন
পাগলের সংসার রঙিন।
তিন থেকে চার, কে হবে কার
ফিউচার যে বড়ই কঠিন।।
আজ আবার ছুঁয়েছি দুজন
জিওন কাঠি,
আর জীবন পরেছে রোদের
গয়নাগাটি।
যদি যাই হাওয়ায় ভেসে
হারিয়ে নিরুদ্দেশে,
হাওয়ায় দুলছে শহর
প্লিজ আর একটু কাছে থাকো
সে যে এই আছে, এই তো নেই
এই তো ঘুম,এই তো আছি জেগে
তাকে এই হাৱাই, যে কাছে যে পাই
রাগে ঠোঁটে মিষ্টি-গুঁড়ো লেগে
অজানা দ্বীপে পা টিপেটিপে
ঘর বঁধেছি জলের উপর
আজ আবার ভেসেছে জাহাজ
মায়াবী দেশ
আজ আবার করেছি অকাজ
আদর অভ্যেস
এক থেকে দুই, দুই থেকে তিন
পাগলের সংসার রঙিন
তিন থেকে চার,কে হবে কার?
ফিউচার যে বড়োই কঠিন!
আজ আবার ছুঁয়েছি দুজন জিয়ন-কাঠি
আর জীবন পরেছে রোদের গয়নাগাটি
যদি যাই হাওয়ায় ভেসে
হারিয়ে নিরুদেশে
হাওয়ায় দুলছে শহর
প্লিজ আর একটু কাছে থাকো,
প্লিজ আর একটু কাছে থাকো।
প্লিজ আর একটু কাছে থাকো।