Shokal Hoye - Shusmita Anis Lyrics

Singer | Shusmita Anis |
Singer | Indraadip Dasgupta |
Song Writer | Srijato Bandyopadhyay |
আমি তোমার চোখে সকাল হয়ে সাজি
তুমি গোপন খামের নীল চিঠি কারসাজি
যেন রাত্রি মুছে হাতের পাতায় তুমি
আকাশ জুড়ে রোদ এনেছ আজই
দিন পোহানোর স্বস্তি থেকে একটু দুরের ঘর
স্পর্শনদীর মাঝখানে ঠিক চোরাবালির চর
আমি তোমার চোখে সকাল হয়ে সাজি
তুমি গোপন খামের নীল চিঠি কারসাজি
আমি চাইলে যেতে বলেছ আজ থাক
তুমি ফেরার পথে চুলের কাঁটার বাঁক
এই মনকুয়াশার সকালরঙা পথ
তুমি ফিরেছো দেখে গাছেরা নির্বাক
দিন পোহানোর স্বস্তি থেকে একটু দুরের ঘর
স্পর্শনদীর মাঝখানে ঠিক চোরাবালির চর
আলতো কথায় চাইলে ছুঁতে জীবন রাখি বাজি
আমি তোমার চোখে সকাল হয়ে সাজি
তুমি গোপন খামের নীল চিঠি কারসাজি