Ebhabe Amay Lyrics (এভাবে আমায়) Timir Biswas | Srija Mandal - Timir Biswas & Srija Mandal Lyrics

Singer | Timir Biswas & Srija Mandal |
Singer | Aviman Paul |
Music | Aviman Paul |
Song Writer | Aviman Paul |
জানিনা তো আর, দেখা হবে কি হবেনা
হয়তো আমায়, কাল মনেই রবে না।
জানিনা তো আর, দেখা হবে কি হবেনা
হয়তো আমায়, কাল মনেই রবে না।
হতেই পারে হাজার মুখোশের ভিড়ে
আমি হারিয়ে যাবো, আর খুঁজেই পাবেনা।
রাত চলে যায়, যাকনা
এভাবে আমায়, বুকে ধরে রাখো।
চাঁদ ফিরে যায়, যাকনা
এভাবে আমায় বুকে ধরে রাখো।
আর কিছুক্ষণ থাকবে শ্বাস
আর কিছুক্ষণ থাকবে শ্বাস,
এভাবে আমায় বুকে ধরে রাখো।
দেখো জড়িয়ে ধরেছি বুকে
তোমার কবিতা,
দু, চার ফোঁটা কান্না ভিজে
সব একাকার।
নীরবে থাক তোমার আমার
এই কাহিনী,
আমি না হয় মেনে নেবো এভাবে
তোমায় পাওয়া।
কি হবে আর আমাকে আগলে রেখে,
কি হবে আর আমাকে আগলে রেখে,
আমি নদীর মতোই সাগরে হারিয়ে যাবো।
রাত চলে যায়, যাকনা
এভাবে আমায়, বুকে ধোরে রাখো।
চাঁদ ফিরে যায়, যাকনা
এভাবে আমায় বুকে ধোরে রাখো।
আর কিছুক্ষণ থাকবে শ্বাস,
আর কিছুক্ষণ থাকবে শ্বাস;
এভাবে আমায় বুকে ধরে রাখো।