Abar Jodi Phire Aso Lyrics - Subhamita Banerjee Lyrics

Singer | Subhamita Banerjee |
Singer | Arunasish Roy |
Song Writer | Arunasish Roy |
আবার যদি ফিরে আসো
সময়ের হাত ধরে,
আবার যদি ফিরে আসো
সময়ের হাত ধরে,
কিছু অভিমান রেখো সাথে
না বলা কথা লেখা যাতে,
মানাবো তোমায় নতুন করে,
আবার যদি ফিরে আসো
সময়ের হাত ধরে।।
এলোমেলো ছায়ার দিন স্মৃতি রঙ্গীন
বুকে সুর তোলে আজও অমলীন,
এলোমেলো ছায়ার দিন স্মৃতি রঙ্গীন
বুকে সুর তোলে আজও অমলীন,
তাই ভাবনারা মানে না মানা
তাই ভাবনারা মানে না মানা
ঘর বাঁধে আবার নতুন করে,
আবার যদি ফিরে আসো
সময়ের হাত ধরে।।
বেহিসেবি মন অকারণ নানান ছলে
খোঁজে তোমায় আজও প্রতি পলে,
বেহিসেবি মন অকারণ নানান ছলে
খোঁজে তোমায় আজও প্রতি পলে,
তাই অবিরত মুছে বারণ শত
তাই অবিরত মুছে বারণ শত
স্বপ্ন সাজাই নতুন করে।
আবার যদি ফিরে আসো
সময়ের হাত ধরে,
কিছু অভিমান রেখো সাথে
না বলা কথা লেখা যাতে,
মানাবো তোমায় নতুন করে,
আবার যদি ফিরে আসো
সময়ের হাত ধরে।।