Tor Adore Lyrics- Rupak Tiary Lyrics

Singer | Rupak Tiary |
Song Writer | Rudra Majumder |
তোর আদরের এই ঘোর কাটে না
রাত বয়ে যায় তবু ভোর আসে না,
তোর আদরের এই ঘোর কাটে না
রাত বয়ে যায় তবু ভোর আসে না,
কিভাবে বল আগলে রাখি
নীল জোছনায় চলনা ভাসি ..
চুপি চুপি এসে কানে কানে কি যে বলে গেলি
মন আনমনা করে তুই চোখে হারালি,
চুপি চুপি এসে কানে কানে কি যে বলে গেলি
মন আনমনা করে তুই চোখে হারালি,
আয় চলে আয় মনের মিনারে,
চলো ভেসে যাই প্রেমের কিনারে।
কিভাবে বল আগলে রাখি
নীল জোছনায় চলনা ভাসি ..