Aay Khuku Aay Title Track - Ranajoy Bhattacharjee Lyrics

Singer | Ranajoy Bhattacharjee |
Song Writer | Anindya Chatterjee & Ranajoy Bhattacharjee |
হাঁটি হাঁটি পা, মিঠি মিঠি মন
রাজকুমারীর ঘুম যায় যায়,
খেলনা বাগান, চরকির গান
বটের ঝুরি বেয়ে আয় আয়।
সোনার কাঁঠির পাশে
ওই ময়না মতির ঘর,
ঘুম সোহাগী গালের তিলে
জোছনার আদর।
আয় খুকু আয় ঘুম আয় রে
চাঁদ মামা দিয়ে যায় টিপ,
আয় খুকু আয় ঘুম আয় রে
রাত পরী চাঁদ তারা টি।।
কে ছুঁলো রূপসায়রের জল
রাজকন্যা পাবে কি অতল,
রাজকুমার উড়িয়ে পক্ষীরাজ
এক রঙিন ঘুম এনে দে আজ।
রুপোর কাঁঠির কাছে
ওই নিদমহলের গান,
কোন অজানা চোখের আলো
ভাসালো সাম্পান।
আয় খুকু আয় ঘুম আয় রে
চাঁদ মামা দিয়ে যায় টিপ,
আয় খুকু আয় ঘুম আয় রে
রাত পরী চাঁদ তারা টি।।