Oshukhi Tara - Chakrapani Deb Lyrics

Singer | Chakrapani Deb |
Song Writer | Debaloy Bhattacharya |
দা রা রা, রা রা রা ...
এ কথা সে কথা, যত নির্জনতা
সবই প্রশ্ন শুধু কিছু নিস্পৃহতা,
ভাসে, এ আকাশে
দিশাহারা যত অসুখী তারা।
হাসে, ছেঁড়া তাসে
রাজা রাণী, জানি জোকারের ভয়ে,
জানে, চেনা খামে
খুঁজে যায়, যেটুকু বলার মতো কথা ..
দা রা রা, রা রা রা ...
এ কথা সে কথা, যত নির্জনতা
সবই প্রশ্ন শুধু কিছু নিস্পৃহতা।
কিছুরাত, কিছুদিন, একজন্মের ঋণ
সবই নাকি পথেঘাটে কুড়োনো,
ধূলো যার, কবে কার
কার্নিশে জমে থাকা
ঘেন্নার কাদামাটি জড়ানো।
সে পথে হাজার মৃত পাখিরা
পাখির চোখেতে রাখা চোখেরা,
বেহুলার ভেলা ভেসে
যায় নাকি কোনো দেশে,
কেউ বেঁচে উঠেছে কি আসতে?
দা রা রা, রা রা রা ...