Type Here to Get Search Results !

Aye Bristy Jhepe Lyrics -আয় বৃষ্টি ঝেঁপে | Imran | Kona | Golui

Aye Bristi Jhepe - Imran Mahmudul & Dilshad Nahar Kona Lyrics

Singer Imran Mahmudul & Dilshad Nahar Kona
Song Writer Jewel Mahmud

দেওয়া রে..

আয় বৃষ্টি ঝেঁপে
ধান দেবো মেপে,
ধানের ভেতর পোকা
জামাইবাবু বোকা।

দেওয়া রে ..

আয় আয় আয় রে দেওয়া
আয় রিমঝিম বরষায়,
হৃদয়ে বুনেছি আশা তোরই ভরসায়।

আয় আয় আয় রে দেওয়া
আয় রিমঝিম বরষায়,
জমিনে দিয়েছি হাল তোরই ভরসায়।

আয় বৃষ্টি ঝেঁপে
ধান দেবো মেপে,
ধানের ভেতর পোকা
জামাইবাবু বোকা।

দেওয়া রে ...

খোঁপায় দেবো কদম ফুল
মনের বাসনা,
তোরই স্নেহে ধন্য হবে
সাধের সাধনা।

আয় বর্ষা আয় হৃদয় পুড়ে যায়
দিন যে শুকায় তোর আশায়।

দেওয়া রে ...

আয় আয় আয় রে দেওয়া
আয় রিমঝিম বরষায়,
জমিনে দিয়েছি হাল তোরই ভরসায়।



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Area