Shilalipi Bhalobasha - Anupam Roy Lyrics

Singer | Anupam Roy |
Song Writer | Ritam Sen |
আমি হারালে, কিছু আগামী
তোরই কাছে সেই আবার খুঁজতে যাই,
কুড়িয়ে পেলে, কিছু যা দামি
তোরই কাছে জমিয়ে ঠিক রাখছি তাই।
এই ভাঙা কথা, ঝরা কথা
পাবে কি জানতে তোকে,
তোর ভিজে ঠোঁটে, চুপ হোঁচটে
আলেয়া নিভছে চোখে ..
বেপরোয়া, ক্যারাভানে
বালিয়াড়ি ভেঙে আসা,
ভবঘুরে, চলাচলে
শিলালিপি ভালোবাসা।
সন্ধ্যের-ই গন্ধেরা,
শুধু তোর কথা যাচ্ছে বলে,
হুম.. বৃষ্টিতে নীল ফিতে
তোর চুল থেকে যাচ্ছে খুলে।
আজ ভিজে ভিজে, নিজে নিজে
পথ কিছু দিশেহারা,
এই ফিকে আলো, লাগছে ভালো
নিভেছে সব পাহারা ..
বেপরোয়া, ক্যারাভানে
বালিয়াড়ি ভেঙে আসা
ভবঘুরে, চলাচলে,
শিলালিপী ভালোবাসা।
তুই ছুঁলে, মুখ তুলে
খুঁজে নেয় চোখ পথ পালাবার,
তুই ছুঁলে, এ জড়ুলে
কেনো জ্বলে ওঠে জোনাকি আমার।
এই ভাঙা কথা, ঝরা কথা
পাবে কি জানতে তোকে,
তোর ভিজে ঠোঁটে, চুপ হোঁচটে
আলেয়া নিভছে চোখে ..
বেপরোয়া, ক্যারাভানে
বালিয়াড়ি ভেঙে আসা,
ভবঘুরে, চলাচলে
শিলালিপি ভালোবাসা।