HateKhori - হাতেখড়ি - IMRAN & KONAL Lyrics

Singer | IMRAN & KONAL |
Song Writer | Sharif Al Din |
কোনো মেঘের ছেড়া পালে
ভাসে তোমার প্রেমের তরি,
তুমি আমার ভালোবাসার
প্রথম হাতেখড়ি।
কোনো পাখির কোলাহলে
দেখি তোমার লুকোচুরি,
তুমি আমার ভালোবাসার
প্রথম হাতেখড়ি।
আবছা দূরে রোদ্র ছায়ায়
আকাশ ভরা তারায় তারায়,
রাতবেরাতে তোমার সাথে
স্বপ্ন-ডানায় উড়ি।
তুমি আমার ভালোবাসার
প্রথম হাতেখড়ি,
তুমি আমার ভালোবাসার
প্রথম হাতেখড়ি।।
কোনো বৃষ্টি-বিহীন আকাশ রঙিন
রংধনুটার পাশে,
শুধু তোমার ছোঁয়ায় ভালোবাসায়
একমুঠো রোদ হাসে।
আবছা দূরে রোদ্র ছায়ায়
আকাশ ভরা তারায় তারায়,
রাতবেরাতে তোমার সাথে
স্বপ্ন-ডানায় উড়ি।
তুমি আমার ভালোবাসার
প্রথম হাতেখড়ি,
তুমি আমার ভালোবাসার
প্রথম হাতেখড়ি।।
কোনো ফুলের মেলায় উড়ে বেড়ায়
ঘাসফড়িং এর জুটি,
শুধু তোমার মনে স্বপ্ন বোনে
আবেগি খুনসুটি।
আবছা দূরে রোদ্র ছায়ায়
আকাশ ভরা তারায় তারায়,
রাতবেরাতে তোমার সাথে
স্বপ্নডানায় উড়ি।
তুমি আমার ভালোবাসার
প্রথম হাতেখড়ি,
তুমি আমার ভালোবাসার
প্রথম হাতেখড়ি।।