Amay Rakhte Jodi Lyrics - আমায় রাখতে যদি - Somchanda Bhattacharya Lyrics

Singer | Somchanda Bhattacharya |
Song Writer | Atul Prasad Sen |
আমায় রাখতে যদি আপন ঘরে
বিশ্বঘরে পেতাম না ঠাঁই,
রাখতে যদি আপন ঘরে
বিশ্বঘরে পেতাম না ঠাঁই,
দু’জন যদি হত আপন
দু’জন যদি হত আপন
হত না মোর আপন সবাই।
রাখতে যদি আপন ঘরে
বিশ্বঘরে পেতাম না ঠাঁই।।
নিত্য আমি অনিত্যরে
আঁকড়ে ছিলাম রুদ্ধ ঘরে,
নিত্য আমি অনিত্যরে
আঁকড়ে ছিলাম রুদ্ধ ঘরে,
কেড়ে নিলে দয়া করে
তাই হে চির, তোমারে চাই।
রাখতে যদি আপন ঘরে
বিশ্বঘরে পেতাম না ঠাঁই।।
সবাই যেচে দিত যখন
গরব করে নিই নি তখন,
সবাই যেচে দিত যখন
গরব করে নিই নি তখন,
পরে আমায় কাঙাল পেয়ে
বলত সবাই, নাই গো নাই।
রাখতে যদি আপন ঘরে
বিশ্বঘরে পেতাম না ঠাঁই।।
তোমার চরণ পেয়ে হরি
আজকে আমি হেসে মরি,
তোমার চরণ পেয়ে হরি
আজকে আমি হেসে মরি,
কি ছাই নিয়ে ছিলাম আমি
হায় রে, কি ধন চাহি নাই।
রাখতে যদি আপন ঘরে
বিশ্বঘরে পেতাম না ঠাঁই,
রাখতে যদি আপন ঘরে
বিশ্বঘরে পেতাম না ঠাঁই।।