Nobin Howa - Satyaki Banerjee And Sohini Chakraborty Lyrics

Singer | Satyaki Banerjee And Sohini Chakraborty |
Song Writer | Niloy Samiran Banerjee |
এই তো হেথায় তুমি আমি
ঝলমল সব বাঁচিয়ে রাখা,
হাজার কোটি বছর রোজ
তোমার সাথে নবীন হওয়া,
তোমায় ঘিরে আলোয় থাকা,
তোমায় ঘিরে আলো থাকা।
এই তো হেথায় তুমি আমি
ঝলমল সব বাঁচিয়ে রাখা।।
চোখের ওপর তোমার মায়ায়
জ্বরের ভিতর রংমশালে,
ভীষণ ভাবে জ্বালিয়ে রাখি
ময়ূরপঙ্খী ভরা জোনাকি।
এসব কথা বলবো বলে
জোছনার জল মাখিয়ে দেওয়া,
হাজার কোটি বছর রোজ
তোমার সাথে নবীন হওয়া,
তোমায় ঘিরে আলোয় থাকা,
তোমায় ঘিরে আলো থাকা।
এই তো হেথায় তুমি আমি
ঝলমল সব বাঁচিয়ে রাখা।।
তোমায় নিয়ে ঘুম ভাঙবে
নিরালা শহর আর বিরল ভীড়ে,
বৃষ্টি জলে চা বানাবো
বেকার পকেট ভ্যানিশ করে।
তোমায় শুধু জড়িয়ে ধরে
মায়ের কষ্ট ভুলিয়ে দেওয়া,
হাজার কোটি বছর রোজ
তোমার সাথে নবীন হওয়া,
তোমায় ঘিরে আলোয় থাকা
তোমায় ঘিরে আলো থাকা।
এই তো হেথায় তুমি আমি
ঝলমল সব বাঁচিয়ে রাখা।।