Raikishori - Anushka (Rini) Lyrics

Singer | Anushka (Rini) |
Song Writer | Srijit Mukherji |
জ্যৈষ্ঠ মাসে প্রথম দেখা
আষাঢ় মাসে মেঘের লেশ,
টুকরো কোলাজ কুড়াচ্ছি আজ
কালকে যাবো তোমার দেশ।
গাছের দৌড়ে ট্রেনের গরাদ
পিছিয়ে যাচ্ছে শুরুর শেষ,
পড়ছে মনে ঘুমের তলায়
সময় শরীর স্মৃতির বেশ।
ও কালা, মনমথুরায় ছিলিস ভুলে
এবার ঘরে ফেরার গান,
বৃন্দাবনে ফিরছে কালা
রাইকিশোরীর ভাঙছে মান।।
শাওন ভাদর প্রমিস মেনেই
ব্রজের বাঁশি বাজলো আজ,
রুক্মিনীকে জানিয়ে বিদায়
শুক সারিদের সোহাগ সাজ।
ও কালা, মনমথুরায় ছিলিস ভুলে
এবার ঘরে ফেরার গান,
বৃন্দাবনে ফিরছে কালা
রাইকিশোরীর ভাঙছে মান।
জ্যৈষ্ঠ মাসে .. টুকরো কোলাজ ..
মনমথুরা .. রাইকিশোরী ..