Type Here to Get Search Results !

Amar Sudhu Lyrics - Partha Banerjee & Reshmi Podder Lyrics

আমার শুধু - Amar Sudhu - Partha Banerjee & Reshmi Podder Lyrics

Singer Partha Banerjee & Reshmi Podder
Singer Rudra Majumder
Song Writer Rudra Majumder

কেন বলে দে ,চায় মন তোকে
আগলে রাখি খুব , জমানো অসুখ,
থাকে না মনে আর , করে সে পারাপার,
সে আর কারো নয় , আমার শুধু।

মনেরই পাল তুলে দে, তুই নাও হয়ে চল না হারাই,
কিছু আশা রেখেছি , আয় সাথে স্বপ্নপুরী সাজাই।
পাগল এ মন শোনে না আজ একরোখা,
শুধু চায় তোকে আজ এখন,
আগলে রাখি খুব , জমানো অসুখ,
থাকে না মনে আর , করে সে পারাপার,
সে আর কারো নয় , আমার শুধু।

আছে গোপন এ মনে চাওয়া-পাওয়া যত নিয়ে তোকে,
বলে শোন আজ তোকে , ভালবাসি কত তোকে,
পাগল এ মন শোনে না আজ একরোখা,
শুধু চায় তোকে আজ এখন,
আগলে রাখি খুব, জমানো অসুখ,
থাকে না মনে আর , করে সে পারাপার,
সে আর কারো নয়, আমার শুধু।



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Area