Raat Jaga Golpo - Anwesshaa & Barenya Saha Lyrics

Singer | Anwesshaa & Barenya Saha |
Music | Barenya Saha |
তুমি আমার যত অভিমান
চেনা সুরে লিখে পাঠালাম,
যত না বলা সব কথার উড়োখাম।
তুমি রাত জাগানো গল্প হও,
ঝরা পাতার মত নিস্বঃ নও,
আমি তোমার ছায়ায় গা ভাসালাম।
যেখানে সব কথারা শেষ
সেখানে তোমাকে পেলাম।
যেখানে মন যায় অকারণ ,
আজ থেকে তোমার হলাম।
তুমি আমার যত অভিমান
চেনা সুরে লিখে পাঠালাম,
যত না বলা সব কথার উড়োখাম।
তুমি রাত জাগানো গল্প হও,
ঝরা পাতার মত নিস্বঃ নও,
আমি তোমার ছায়ায় গা ভাসালাম।
চেনা সুর,কথা হোক
হাতে হাত চোখে চোখ
মন আমারি হলো ঘুড়ি কোন দেশে।
যদি আলো নিভে যায়।
যদি সব ভিজে যায়,
তবু দুজনে যাবো ভেসে ভেসে।
তুমি আমি মন জলে
পাশাপাশি নৌকো ভাসালাম।
যত কিছু পেয়েছি,হতে চেয়েছি
শুধু তোমারি চেনা নাম।
তুমি আমার যত অভিমান
চেনা সুরে লিখে পাঠালাম,
যত না বলা সব কথার উড়োখাম।
তুমি রাত জাগানো গল্প হও,
ঝরা পাতার মত নিস্বঃ নও,
আমি তোমার ছায়ায় গা ভাসালাম।