Amar Mon Cholo Jai Bhromone Lyrics (আমার মন চলো যাই ভ্রমণে) - Poushali Banerjee

Singer | Poushali Banerjee |
Composer | |
Music | |
Song Writer |
Lyrics
আমার মন চলো যাই ভ্রমণে
কৃষ্ণ অনুরাগের বাগানে।
আমার মন চলো যাই ভ্রমণে
কৃষ্ণ অনুরাগের বাগানে,
আমার মন চলো যাই ভ্রমণে
কৃষ্ণ অনুরাগের বাগানে,
সেথায় যাবি, প্রাণ জুড়াবি
আনন্দ সমীরণে, হায় ভোলামন,
ওরে সেথায় যাবি, প্রাণ জুড়াবি
আনন্দ সমীরণে,
কৃষ্ণ অনুরাগের বাগানে।
আমার মন চলো যাই ভ্রমণে
কৃষ্ণ অনুরাগের বাগানে।।
আমার মন চলো যাই ভ্রমণে
কৃষ্ণ অনুরাগের বাগানে।।
সে বাগানে তিন জনা মালী
একজন সাহেব, একজন উড়ে,
একজন বাঙ্গালী।
বাগানে তিন জনা মালী
একজন সাহেব, একজন উড়ে,
একজন বাঙ্গালী।
তারা সেচ করে লাড়ে চাড়ে
ও তারা সেচ করে লাড়ে চাড়ে,
গাছ বাড়ে অতি যতনে,
কৃষ্ণ অনুরাগের বাগানে
কৃষ্ণ অনুরাগের বাগানে
আমার মন চলো যাই ভ্রমণে
কৃষ্ণ অনুরাগের বাগানে।।
আমার মন চলো যাই ভ্রমণে
কৃষ্ণ অনুরাগের বাগানে।।
বাগানে নিত্য ফোটে পাঁচ রকমের ফুল
সৌরভে প্রাণ আকুল করে, গৌরবে আকুল,
ক্ষ্যাপা রে গৌরবে আকুল,
বাগানে নিত্য ফোটে পাঁচ রকমের ফুল
সৌরভে প্রাণ আকুল করে, গৌরবে আকুল,
ক্ষ্যাপা রে গৌরবে আকুল
ওরে আত্মারামের আত্মা ব্যাকুল
ওরে আত্মারামের আত্মা ব্যাকুল
ভরেছে তার আঘ্রাণে,
কৃষ্ণ অনুরাগের বাগানে
কৃষ্ণ অনুরাগের বাগানে।
আমার মন চলো যাই ভ্রমণে
কৃষ্ণ অনুরাগের বাগানে,
আমার মন চলো যাই ভ্রমণে
কৃষ্ণ অনুরাগের বাগানে,
ওরে সেথায় যাবি, প্রাণ জুড়াবি
আনন্দ সমীরণে, হায় ভোলামন,
ওরে সেথায় যাবি, প্রাণ জুড়াবি
আনন্দ সমীরণে,
কৃষ্ণ অনুরাগের বাগানে।
আমার মন চলো যাই ভ্রমণে
কৃষ্ণ অনুরাগের বাগানে।।
আমার মন চলো যাই ভ্রমণে
কৃষ্ণ অনুরাগের বাগানে।।