Tumi Jaiona Jaiona Bondhure Lyrics (তুমি যাইও না যাইও না বন্ধুরে) - Bithy Chowdhury

Singer | Bithy Chowdhury |
Composer | |
Music | |
Song Writer |
Lyrics
তুমি এত বছর পরে আইয়া, ও বন্ধু রে
তুমি এত বছর পরে আইয়া,
শুধু একটুখানি দেখা দিয়া
প্রেমিকারে কান্দাইয়া
তুমি যাইও না…
তুমি যাইও না, যাইও না, বন্ধু রে
অভাগিরে কান্দাইয়া।
তুমি যাইও না, যাইও না, বন্ধু রে
অভাগিরে কান্দাইয়া।
আমি পাগলিনী, দিন রজনী,
তোমার প্রেমেতে মজিয়া। (২)
তুমি পরাণ পাখি ময়না, টিয়া, ও বন্ধু রে
তুমি পরাণ পাখি ময়না, টিয়া,
আমার অন্তরে, মনের পিঞ্জরে,
আমার অন্তরে, মনের পিঞ্জরে
রাখবো তোমায় আদর দিয়া।
অভাগিরে কান্দাইয়া।
তুমি যাইও না…
তুমি যাইও না, যাইও না, বন্ধু রে
অভাগিরে কান্দাইয়া।
ঐ আকাশের চাঁদ, যদি প্রাণ নাথ,
দিতে বোলো গো আনিয়া। (২)
আমার এই জীবন বাজি দিয়া, ও বন্ধু রে
আমার এই জীবন বাজি দিয়া,
শুধু তোমাকে, শুধু তোমাকে
শুধু তোমাকে, শুধু তোমাকে,
ঐ চাঁদ দিতে পারি আনিয়া।
অভাগিরে কান্দাইয়া।
তুমি যাইও না…
তুমি যাইও না, যাইও না, বন্ধু রে
অভাগিরে কান্দাইয়া।
তুমি যাইও না…
তুমি যাইও না, যাইও না, বন্ধু রে
অভাগিরে কান্দাইয়া।