Bandhu Bine Pran Banche Na Lyrics (বন্ধু বিনে প্রাণ বাঁচে না) - Nobonita Chowdhury

Singer | Nobonita Chowdhury |
Composer | |
Music | |
Song Writer |
Lyrics
আমি রবনা রবনা গৃহে
রবনা রবনা গৃহে,
বন্ধু বিনে প্রাণ বাঁচে না,
আমি রবনা রবনা গৃহে
আমি রবনা রবনা গৃহে
বন্ধু বিনে প্রাণ বাঁচে না
এগো বন্ধু বিনে প্রাণ বাঁচে না
এগো বন্ধু বিনে প্রাণ বাঁচে না,
না না না ও বন্ধু বিনে প্রাণ বাঁচে না..
আমি রবনা রবনা গৃহে, রবনা রবনা গৃহে
বন্ধু বিনে প্রাণ বাঁচে না।।
বন্ধু আমার চিকন কালা
নয়নে লায়গাছে বালা,
বিষম কালা দইলে ছারে না
বান্ধু আমার চিকন কালা
নয়নে লায়গাছে বালা,
বিষম কালা দইলে ছারে না
এগো বিষম কালা দইলে ছারে না
এগো বিষম কালা দইলে ছারে না
না না না ও বন্ধু বিনে প্রাণ বাঁচে না..
আমি রবনা রবনা গৃহে, রবনা রবনা গৃহে
বন্ধু বিনে প্রাণ বাঁচে না।।
এমন সুন্দর পাখি
হৃদয়ে হৃদয়ে রাখি,
ছুটলে পাখি ধরা দিবে না
মন সুন্দর পাখি
হৃদয়ে হৃদয়ে রাখি,
ছুটলে পাখি ধরা দিবে না
এগো ছুটলে পাখি ধরা দিবে না
এগো ছুটলে পাখি ধরা দিবে না,
না না না ও বন্ধু বিনে প্রাণ বাঁচে না
আমি রবনা রবনা গৃহে, রবনা রবনা গৃহে
বন্ধু বিনে প্রাণ বাঁচে না।।
ভাইবে রাধারমণ বলে
প্রেমানলে অঙ্গ জ্বলে,
জ্বলছে আগুন আর তো নিভে না
ভাইবে রাধারমণ বলে
প্রেমানলে অঙ্গ জ্বলে,
জ্বলছে আগুন আর তো নিভে না
এগো জ্বলছে আগুন আর তো নিভে না
এগো জ্বলছে আগুন আর তো নিভে না,
না না না ও বন্ধু বিনে প্রাণ বাঁচে না
আমি রবনা রবনা গৃহে
আমি রবনা রবনা গৃহে
বন্ধু বিনে প্রাণ বাঁচে না,
এগো বন্ধু বিনে প্রাণ বাঁচে না
এগো বন্ধু বিনে প্রাণ বাঁচে না,
না না না ও বন্ধু বিনে প্রাণ বাঁচে না
আমি রবনা রবনা গৃহে,
রবনা রবনা গৃহে
বন্ধু বিনে প্রাণ বাঁচে না।।