Kalankini Radha Lyrics (কলংকিনি রাধা) - Rishi Panda

Singer | Rishi Panda |
Composer | |
Music | |
Song Writer |
Lyrics
ও কি ও হো কলংকিনি রাধা
কদম ডালে উঠিয়া আছে কানু হারামজাদা
মায় তুই জলে না যাইও (২)
ও কি ও হো..
আরে যাইও না যাইও না
মায় তুই কদমতলা দিয়া(২)
কানাইয়া পাতিসে ফান্দো
কানাইয়া পাতিসে ফান্দো রাধিকার লাগিয়ে
মায় তুই জলে না যাইও,
মায় তুই জলে না যাইও,
মায় তুই জলে না যাইও।
ও কি ও হো..
কলশিতে জল নাই যমুনা বড়ো দূর
যমুনা বড়ো দূর মা তোর যমুনা বড়ো দূর
হাঁটিতে না পারে রাধা…
হাঁটিতে না পারে রাধা পায়েতে নূপুর
মায় তুই জলে না যাইও,
মায় তুই জলে না যাইও।
ও কি ও হো..
হাটে না যাও, ঘাটে না যাও, বাটে না যাও লাজে
পাড়ার লোকে নাম রাখিছে কলঙ্কিনী রাধে
মায় তুই জলে না যাইও
ও কি ও হো কলংকিনি রাধা
কদম ডালে উঠিয়া আছে কানু হারামজাদা
মায় তুই জলে না যাইও..