Khuje Pawa Ek Shitey Lyrics (খুঁজে পাওয়া এক শীতে) Lyrics - Ishan Mitra & Ikkshita Mukherjee

Singer | Ishan Mitra & Ikkshita Mukherjee |
Composer | |
Music | |
Song Writer | Arghyadip Roy |
Lyrics
খুঁজে পাওয়া এক শীতে
হারিয়েছে পানসিতে,
লেখা রাত পার্সিতে
তোমার গায়ে।
ঘুম ভাঙা আলপিনে
নাবালক রাত দিনে,
ব্যাথারা তোমায় চিনে পথ হারায়।
মেখেছে আলোর রেখা
রুপোলী জল শাঁখা,
নেই কোন উঠোন ফাঁকা হিম ঘনায়।
খুঁজে পাওয়া এক শীতে
হারিয়েছে পান সিতে,
লেখা রাত পার্সিতে
তোমার গায়ে।
অচেনা বিদেশি হাওয়া
জোনাকি ফেরত পাওয়া,
তোমারি নামের ছায়া ঘুম পাড়ায়। (X2)
যেটুকু প্রহর বাকি
সুকুট হাতের ফাঁকি,
কিছুটা সময় আঁকি জামার গায়।
সে জামা হলুদ ভরে
তোমারি কপল জুড়ে,
ঠোঁটের অনতি দূরে রোদ পোহায়।
খুঁজে পাওয়া এক শীতে
হারিয়েছে পানসিতে
লেখা রাত পার্সিতে
তোমার গায়ে। (X2)