Parbe Na Lyrics (পারবে না) Lyrics - Tanveer Evan

Singer | Tanveer Evan |
Composer | |
Music | |
Song Writer |
Lyrics
তুমি চাইলে কি আমাকে, সামলাতে
পারবে না, পারবে না,
তুমি চাইলে কি স্মৃতিগুলো
সরিয়ে দিতে মন থেকে,
পারবে না, পারবে না।
আমার ব্যাকুল এ মনে
তুমি বারে বারে ফিরে আসো,
ফিরে আসো,
আমার দ্বিধার এ জীবন
খুঁজে তোমায় শুধু বারে বারে,
বারে বারে।
তুমি নেই আর মনেরও আঙিনায়
লুকিয়ে তুমি আছো কার বুকে?
তুমি নেই আর মনেরও আঙিনায়
লুকিয়ে তুমি আছো কার বুকে?
এ এ এ .. উ উ উ ..
ভুল বুঝাবুঝি সব মানিয়ে আমি
করবো রাজি হও এখনই, আমারই,
যত শর্ত তোমার
সবই মাথা পেতে আমি রাজি,
হ্যাঁ এখনই, এখনই।
তুমি চাইলেই আমি পারি মরুভূমি
দিবো দুজনে হাতে হাত রেখে শেষ মাঝপথে,
তুমি চাইলেই রাজি তারা আকাশ দাবি
আমার স্বপ্নতে তুমি আছো, শুধু তুমি।
তুমি নেই আর মনেরও আঙ্গিনায়
লুকিয়ে তুমি আছো কার বুকে?
তুমি নেই আর মনেরও আঙ্গিনায়
লুকিয়ে তুমি আছো কার বুকে?
এ এ এ .. উ উ উ ..