Menoka Mathay Dilo Ghomta Lyrics (মেনকা মাথায় দিলো ঘোমটা) Lyrics - Surojit Chatterjee

Singer | Surojit Chatterjee |
Composer | |
Music | |
Song Writer |
Lyrics
মেনকা মাথায় দিল ঘোমটা,
মেনকা মাথায় দিল ঘোমটা ,
বেছে বেছে করলি জামাই,
বেছে বেছে করলি জামাই,
কেমনটা রে মনটা কেমনটা
মেনকা মাথায় দিল ঘোমটা
মেনকা মাথায় দিল ঘোমটা।
ও মেনকা
মেনকা মাথায় দিল ঘোমটা
মেনকা মাথায় দিল ঘোমটা।
তৈরি করে সোনার পুতুলি,
বুড়ো বরে বিয়া দিলি।
এই তৈরি করে সোনার পুতুলি,
বুড়ো বরে বিয়া দিলি।
রাস্তা যেতে ঢলে পড়ে
বাতাসে তার দন্ত নড়ে,
মেনকা সে যে ভালো
হাতির গলায় ঘন্টা রে ঘন্টা।
মেনকা মাথায় দে লো ঘোমটা
ও মেনকা
মেনকা মাথায় দিল ঘোমটা
মেনকা মাথায় দিল ঘোমটা।
সতীর কাছে বাধা সরা,
কপালে তার বসুন্ধরা।
ত্রিশুল হাতে মাথায় জটা,
এই ত্রিশুল হাতে মাথায় জটা
তাতে আবার জোয়ার ভাটা।
ত্রিশুল হাতে মাথায় জটা
তাতে আবার জোয়ার ভাটা।
টিকি ভিখারির ঢং টা রে
ঢং টা রে ঢং টা।
শ্মশানে-মশানে থাকে,
ছাই ভস্ম গায়ে মাখে।
শ্মশানে-মশানে থাকে
ছাই ভস্ম গায়ে মাখে।
ভবপিতা ভেবে বলে মেনকা গেলি ভুলে
দেখি সাদা করা রঙটা ও রঙটা।
মেনকা মেনকা মেনকা মাথায় দে লো ঘোমটা ।
মেনকা মাথায় দে লো ঘোমটা।
বেছে বেছে করলি জামাই
কেমনটা রে মনটা কেমনটা
মেনকা মাথায় দিল ঘোমটা
মেনকা মাথায় দিল ঘোমটা।
ও মেনকা
মেনকা মাথায় দিল ঘোমটা
মেনকা মাথায় দিল ঘোমটা।