Dakname Lyrics (ডাক নামে) Lyrics - Antarip Adhikary

Singer | Antarip Adhikary |
Composer | |
Music | |
Song Writer |
Lyrics
ডাক নামে ডেকেছ যতবার আমাকে
প্রেমে পড়ে গেছি ততবার তোমারই
মেঘ ছুঁয়ে দিয়েছ যতবার মনটাকে
প্রেমে পড়ে গেছি ততবার তোমারই
কখনো তো ভুল করে ছুঁয়ে দেব তোমাকে
রূপকথা হয়ে যাবো গল্পের ফাঁকে
তখনও কি বলবেনা ভালোবাসি
কখনো তো ভুল করে, চোখ মেলে তোমাকে
দেখে যাব দিনভর কথাদের ফাঁকে
তখনও কি বলবেনা ভালোবাসি
শুধু বন্দী হয়ে তোমার কবিতায়,
থাকব আমি তোমার অপেক্ষায়
একদিনও কোন নীল খামে দূর মেঘের পানে
ছুড়ে দেব কোন মেঘ টিকিট শুধু তোমার নামে
একেলা যদি মাঝ রাতে, নিভে ঘরের বাতি
ঘুমিয়ে পড় তুমিও, যেন আমি আছি
কখনো তো ভুল করে ছুঁয়ে দেব তোমাকে
রূপকথা হয়ে যাবো গল্পের ফাঁকে
তখনও কি বলবেনা ভালোবাসি?
কখনো তো ভুল করে, চোখ মেলে তোমাকে
দেখে যাব দিনভর কথাদের ফাঁকে
তখনও কি বলবেনা ভালোবাসি
শুধু বন্দী হয়ে তোমার কবিতায়,
থাকব আমি তোমার অপেক্ষায়
শুধু বন্দী হয়ে তোমার কবিতায়,
থাকব আমি তোমার অপেক্ষায়…
থাকব আমি তোমার অপেক্ষায়…