Phire Esho Lyrics (ফিরে এসো) Lyrics - Shreya Ghoshal & Papon

Singer | Shreya Ghoshal & Papon |
Composer | |
Music | |
Song Writer |
Lyrics
তোমার এ জীবন থেকে
কতটা সময় ঝরে গেছে, ঝরে গেছে,
ফুরিয়ে যাওয়ার আগে
যুদ্ধ জেতা বাকি আছে, বাকি আছে।
তুমি মরে যাও, মরে যাও
দিয়ে বেঁচে ওঠো আবার,
দেখো কিছু নতুন লাগে কি,
তুমি ভুলে যাও, ভুলে যাও
দিয়ে শুরু করো আবার,
দেখো তোমার ভালো লাগে কি।
তাই ফিরে এসো,
ফিরে এসো আকাশের ঝড় হয়ে,
যেন হেরে গিয়ে সাপে বর হয়ে।
তাই ফিরে এসো,
ফিরে এসো তুমি প্রতিবাদ হয়ে,
শত যন্ত্রণার অনুবাদ হয়ে,
এ পৃথিবী তোমাকেই চায়।
তোমার কষ্ট তুমি
আর কতদিন বয়ে বেড়াবে,
জানলা খুলে দাও, কেউ তো এসে
দাঁড়াবে, দাঁড়াবে, দাঁড়াবে।
তুমি মরে যাও, মরে যাও
দিয়ে বেঁচে ওঠো আবার,
দেখো কিছু নতুন লাগে কি,
তুমি ডুবে যাও, ডুবে যাও
দিয়ে ভেসে ওঠো আবার,
দেখো কিছু বদলে গেছে কি।
তাই ফিরে এসো, ফিরে এসো
তুমি প্রতিবাদ হয়ে,
শত যন্ত্রণার অনুবাদ হয়ে,
এ পৃথিবী তোমাকেই চায়।