Hoyeche Boli Ki Shon Lyrics (হয়েছে বলি কি শোন) Lyrics - Shreya Ghoshal & Papon

Singer | Shreya Ghoshal & Papon |
Composer | |
Music | |
Song Writer |
Lyrics
হয়েছে বলি কি শোন, হারিয়ে ফেলেছি মন
করবি কি আর সেই উপহার, পেয়েছি অনেকক্ষণ
একে একে হলে দুই, চাই না আর কিছুই
আমাদের যেন ঘিরে ঘিরে রাখে শাল মহলের বন
তুই ভোর হয়ে আয়, আমার ভাঙ্গাতে ঘুম
তুই রাত হয়ে যা, আমার পাড়া নিঝুম
ভালোবাসাবাসি, কাছে আসা আসি,
চায় যা করেছে মন
ভালোবাসাবাসি, কাছে আসা আসি,
চায় যা করেছে মন।
আমার বাগানে আয়, ভরে দেব জোছনায়
আমি জল হয়ে ভেজাবোই তোকে চাইলে সারাজীবন
এলে বড়দিন, এলে বরষা, এলে মধুমাস, এলে খেলাঘর
এলে বড়দিন (বেড়াতে যাব)
এলে বরষা (চুপি চুপি চচকাবো)
এলে মধুমাস (বলনা কি চাস)
এলে খেলাঘর (খেলনা হব)
তোকে পেল মন, অবাক রকম
তোকে পেল দিন, অরুপ রতন
তোকে পেলে শেষ, দিনের আনিমেষ
তোকে পেলে বেশ আমার মতন
ভালোবাসাবাসি, কাছে আসা আসি,
চায় যা করেছে মন।
হুম ভালোবাসাবাসি, কাছে আসা আসি,
চায় যা করেছে মন।