Ta Bole Ki Prem Debona-Title track - Aditya Chakrabarty Lyrics

Singer | Aditya Chakrabarty |
Song Writer | Maharnab Basu, Aditya Chakrabarty |
Ta Bole Ki Prem Debona-Title track - Aditya Chakrabarty Lyrics
পড়েছিলো মনে তোমাকে
আটকাতে পারিনি নিজেকে
বুকের বাঁদিকে ব্যথা ছিল..
শুধু তুমি পারতে সারাতে..
তাই গেলাম চলে আমি কিছু না ভেবে
চাঁদমামাও ছিল ঘুমিয়ে
ভাবছিলাম আজ বুঝি ব্যথা সেরে যাবে
জানলাটা হাতছানি দিয়েও ডাকে
তাইতো চুপিসারে উঁকি মেরে দিলাম ঝাঁপ
আর উঠে দেখি বাঁশ নিয়ে তোমার বাপ!
পা প্পা রা প্পা পা প্পা রা
তোমার আমার প্রেম হলো সারা
এখানে প্রেমে পড়া মানা..
তা বলে কী প্রেম দেবোনা?!
প্রথমবার তোমায় দেখে
মনে ধরেছিলো যে তোমাকে
বলবো বলবো করেও কিছু
বলা হয়ে ওঠেনি যে তাকে
তাই গেলাম আমি তোমার পিছু
ভেবেছিলাম হবে না তো কিছু...
ডাকতে পারতে তুমি বলে "ওগো"
But you had lots of ego...
তবু আমি তোমার সঙ্গী হবো
ছাড়বো না হাত কখনও..
হাতে হাত রেখে জীবনের পথে
এক পা-দু'পা করে এগোবো...
তু ত্তু রু ত্তু ত্তু তু রু
তোমার আমার প্রেম হলো শুরু
জানি যে প্রেমে পড়া মানা..
তা বলে কী প্রেম দেবোনা?!
তা বলে কী...তা বলে কী...তা বলে কী...
তা বলে কী...তা বলে কী...তা বলে কী প্রেম দেবোনা?!
এখানে প্রেমে পড়া মানা..
তা বলে কী প্রেম দেবোনা?!